আগামী নির্বাচনে প্রার্থী ছাড়া তমলুকের এক গ্রাম

বিগত বেশ কিছু মাস ধরে রাজ্য জুড়ে চলছে ডিএ নিয়ে বিক্ষোভ চলছে, দায়ের হয়েছে মামলাও৷ যদিও বাংলা সরকার তাদের অনুকূলে এখনও পর্যন্ত কিছু ঘোষণা করেনি। এই পরিস্থিতিতে রাজ্য জুড়ে জেলায় জেলায় একাধিক আসনে ভোটের আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী শাসক দল তৃণমূল। তবে তমলুকের মিরিকপুরে তৃণমূল শূন্য গ্রামসভার আসন।

তমলুক ব্লকের পদুমপুর- ১ গ্রাম পঞ্চায়েতের মিরিকপুর ১৫ নম্বর গ্রামসভা আসনে কেন প্রার্থী দিতে অক্ষম শাসকদল! মিরিকপুর আসনের বিদায়ী তৃণমূল সদস্য তথা গ্রাম-পঞ্চায়েতের বিদায়ী উপপ্রধান সুকুমার নায়ক বর্তমানে জেলে। সুকুমারবাবুর পরিবর্তে তৃণমূলের হয়ে কেউই মনোনয়ন জমা করেননি ওই আসনে।

তাই তৃণমূল ছাড়াই করাই হবে আম, বাম, বিজেপি ও বটগাছ প্রতীকের মধ্যে। এখানে উল্লেখ করা যেতে পারে কিছুদিন আগের একটি ঘটনার। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তমলুক থানায় দায়ের হয় অভিযোগ। এরপরই গ্রেফতার হন পদুমপুর গ্রাম-পঞ্চায়েতের উপপ্রধান সুকুমার নায়ক।