লক্ষ্য এখন একটাই, আগামী বছরের লোকসভা নির্বাচন। চারিদিকে ভোটের দামামা বেজে গিয়েছে৷ তৎপরতা তুঙ্গে৷ এরই মাঝে বিজেপি নেতৃত্বাধীন ‘এনডিএ’-কে রুখতে ইতিমধ্যেই বিরোধীরা তৈরি করে ফেলেছে ইন্ডিয়ান ন্যাশনাল ডেভলপমেন্টাল ইনক্লুসিভ অ্যালায়েন্স বা ‘ইন্ডিয়া’ জোট।
এদিকে পঞ্চায়েতে ভোটে গোটা রাজ্য জুড়ে ফের দেখা গিয়েছে ঘাসফুল ঝড়। আশানরূপ ফল করতে পারেনি বাংলার পদ্ম শিবির। তাই এবার রণকৌশল বদল। পঞ্চায়েত ভোট মিটতে না মিটতেই পশ্চিমবঙ্গে স্ট্র্যাটেজিতে পরিবর্তন আনছে বিজেপি ও আরএসএস।
ভোটারদের মন পেতে এবার পুরোদমে সাম্প্রদায়িক মেরুকরণের লাইনেই হাঁটতে চলেছে গেরুয়া শিবির। এ বিষয়েই আগামী ১৮ ও ১৯ অগস্ট আরএসএসের পক্ষ থেকে কলকাতায় একটি বৈঠকও ডাকা হয়েছে। বৈঠকে কলকাতা-সহ বিভিন্ন জেলার বিজেপি ও সংঘ পরিবারের নেতা-নেত্রীরা থাকবেন। চব্বিশের লোকসভা নির্বাচন নিয়েই এই ‘গোপন’ বৈঠকে আলোচনা চলবে।