বেড়াতে গিয়ে আচমকা মৃত্যু হল দার্জিলিংয়ের পর্যটকের

চার বন্ধু মিলে দার্জিলিংয়ের সান্দাকফু বেড়াতে গিয়েছিলেন। কিন্তু আচমকাই তাদের মধ্যে একজন অসুস্থ বোধ করে। তাঁকে হাসপাতালে নিয়ে এসে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। কি কারণে মৃত্যু তা এখনও স্পষ্ট নয়। মৃতদেহ ময়নাতদন্তের পর জানা যাবে বলে পুলিশ সুত্রে জানা গিয়েছে।  মৃত পর্যটকের নাম অঙ্কিতা ঘোষ (২৮)। তিনি উত্তর ২৪ পরগনার দমদমের অশোকনগরের মুকুন্দ দাস রোডের বাসিন্দা।

জানা গিয়েছে, দু দিন আগে তিনি বন্ধু-বান্ধবীদের সঙ্গে পাহাড়ে বেড়াতে যান। দার্জিলিং থেকে মানেভঞ্জন হয়ে তাঁরা সান্দাকফু গিয়েছিলেন। সেখান থেকে মঙ্গলবার ফিরে এসে রাতে টুংলিংয়ে ছিলেন। এদিন রাতে খেয়ে ঘুমোতে গিয়েছিলেন অঙ্কিতা। এরপর মধ্যরাতে আচমকাই তিনি অসুস্থ হয়ে পড়েন। বন্ধুরা তাঁকে নিয়ে আসেন সুখিয়াপোখরি ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে। ওই তরুণীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসকরা তাঁকে দার্জিলিং জেলা হাসপাতালে রেফার করেন। সেখানে নিয়ে যাওয়া হলে অঙ্কিতাকে মৃত বলে ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। এদিকে বন্ধুরা মৃতার বাড়িতে খবর দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। মৃতার বন্ধু অভিজিৎ পাল জানান, অসুস্থ হওয়ার আগে ওয়াশরুমে মৃতা একবার পড়ে গিয়েছিল। কিন্তু তা প্রথমে কাউকে জানান নি তরুণী। আচমকা কী কারণে মৃত্যু হল পর্যটকের তা জানতে তদন্ত শুরু করেছে দার্জিলিং পুলিশ।