বাঙালির কাছে কাশ্মীর একটা আবেগ। ছুটিতে ঘুরতে যাওয়া মানেই বাঙালিদের মনে আসে কাশ্মীরের নাম। এবার ভ্ৰমণ প্রেমীদের জন্য বড় সুখবর। কাশ্মীরের ডাললেকে সিকারা রাইড করার স্বপ্ন অনেক দিনের? তবে কাশ্মীর যাওয়া হয়ে ওঠেনি কখনো?
এবার বাংলার বুকে পেতে পারেন এক টুকরো কাশ্মীরের ছোঁয়া। রেল নগরের প্রবাহমান নদীর বুকেই অভিজ্ঞতা নিতে পারেন সিকারা রাইডের। খড়গপুর শহরেই পর্যটকদের জন্য ব্যবস্থা করা হয়েছে এমন রাইডের। কংসাবতী নদীতে ডাল লেকের আদলে সিকারা রাইডের ব্যবস্থা করেছে একটি বেসরকারি সংস্থা।
গোটা ব্যবস্থার নেপথ্যে রয়েছে কংসাবতী এগ্রি অ্যাডভেঞ্চার পার্ক। নদীর পার্শ্ববর্তী এলাকাতেই রয়েছে বিশাল জায়গা। সেখানে প্রায় দশটি কটেজ তৈরি করা হয়েছে। কংসাবতী এগ্রি অ্যাডভেঞ্চার পার্কের ঠিকানা: খাসতালুক, ওয়ালিপুর, খড়গপুর, পশ্চিমবঙ্গ – ৭২১৩০৫। যোগাযোগ নম্বর: +91-9475220956 / +91-8250544990।