ছয় শিশু সহ মোট ১৩জন রোহিঙ্গাকে গ্রেফতার করল নিউ জলপাইগুড়ি স্টেশনের জিআরপি। জিআরপি সূত্রে জানা গিয়েছে,জম্মু ও দিল্লি থেকে দু’ভাগে ভাগ হয়ে এনজেপি স্টেশনে পৌঁছেছিল ওই দলটি। শুক্রবার বিকেলে তাঁরা স্টেশন থেকে অসমের ট্রেন ধরার অপেক্ষায় ছিল, ঠিক তখনই জিআরপি আধিকারিকরা সন্দেহ হওয়ায় তাদের আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে।
এদিন রাতে তাদের ফরেনার্স অ্যাক্টে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পেরেছে অসম থেকে ত্রিপুরা হয়ে বাংলাদেশের রোহিঙ্গা ক্যাম্পে যাওয়ার পরিকল্পনা করেছিল তাঁরা।
তবে,জানাগেছে ওই ১৩ জনের দলে ৪-৬ বছর বয়সের ছ’টি শিশু। দু’জন মহিলা ও পাঁচজন পুরুষ আছে।শনিবার তাদের জলপাইগুড়ি আদালতে তোলা হয়।