জাম্বো গ্রুপের যৌথ সহযোগিতায় তিনদিনের হাতি বন্ধু মেলা অনুষ্ঠিত হল বাগডোগরায়

কার্শিয়াং ফরেস্ট ডিভিশনের উদ্যোগে ও স্বেচ্ছাসেবী সংগঠন জাম্বো গ্রুপের যৌথ সহযোগিতায় তিনদিনের হাতি বন্ধু মেলা অনুষ্ঠিত হল বাগডোগরায়। মানুষের সঙ্গে হাতির সংঘাত রুখতে এবং ফসল ক্ষতি থেকে বিকল্প কৃষির মাধ্যমে কৃষকদের উৎসাহিত করতে  বাগডোগরা রেঞ্জে হাতি বন্ধু মেলা অনুষ্ঠিত হল। এদিন বনদফতরের মতো হাতি উপদ্রব করা বিভিন্ন এলাকা থেকে কৃষকেরা বিভিন্ন জিনিসপত্রের মাধ্যমে স্টল সজ্জিত করেন। কার্শিয়াং বনবিভাগের ডিএফও দেবেশ পান্ডে জানান হাতি ও মানুষের সংঘর্ষ এড়াতে ও এক‌ই সঙ্গে ধানের পাশাপাশি মৎস্য পালন, সবজি ও মৌমাছি পালনের প্রতি আগ্রহ বাড়িয়ে কৃষকদের সহায়তা করা এবং বসতি বাড়ার সঙ্গে সঙ্গে জঙ্গলের সংখ্যা কমায় হাতি নিয়ে মানুষের সচেতনতা বৃদ্ধি করতে এই মেলা।