এবার খোঁজ মিললো তৃতীয় মাঙ্কি পক্স আক্রান্ত ব্যক্তির

এখনও কমেনি করোনাভাইরাসের চোখরাঙানি৷ এই পরিস্থিতিতে আবার মাঙ্কিপক্স নতুন করে উদ্বেগ বাড়িয়েছে গোটা পৃথিবীতে। গত সপ্তাহেই দক্ষিণের রাজ্য কেরলে দেশের প্রথম মাঙ্কিপক্সে আক্রান্তের সন্ধান মেলে। সংযুক্ত আরব আমিরশাহী থেকে আসা ওই ব্যক্তিই দেশের প্রথম মাঙ্কি পক্সে আক্রান্ত হিসাবে চিহ্নিত হন।

ফলে মাথাচাড়া দেয় নতুন আতঙ্ক। আর সেই আতঙ্কের মধ্যেই প্রথম আক্রান্তের হদিশ পাওয়ার ঠিক দুদিন বাদেই আরও এক মাঙ্কি পক্সে আক্রান্ত রোগীর খোঁজ পাওয়া যায়। তাহলে কি দক্ষিণের এই রাজ্য ফের আরও এক ভাইরাসের হটস্পটে পরিণত হতে চলেছে, মাথাচাড়া দেয় সেই প্রশ্নই।

এর মধ্যেই শুক্রবার ফের কেরলে আরো একজনের শরীরে এই ভাইরাসের সন্ধান মিলেছে। সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই জানিয়েছেন কেরলের স্বাস্থ্যমন্ত্রী বীনা জর্জ। এদিন কেরলের স্বাস্থ্যমন্ত্রী সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে আরও জানিয়েছেন, মাঙ্কিপক্সে আক্রান্ত তৃতীয় এই ব্যক্তি কেরলের মালাপ্পুরমের বাসিন্দা।

গত ৬ জুলাই থেকে তিনি অসুস্থ ও সম্প্রতি তার শরীরে মাঙ্কিপক্স সংক্রমণের উপসর্গ দেখা গেলে তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়। শুক্রবার সেই রিপোর্টই পজিটিভ এসেছে। বর্তমানে আক্রান্ত ওই ব্যক্তি মাঞ্জেরি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি, তবে তার শারীরিক অবস্থা স্থিতিশীল।

এর সঙ্গেই স্বাস্থ্যমন্ত্রী আরও জানিয়েছেন, তৃতীয় আক্রান্ত ব্যক্তির সংস্পর্শেও যারা এসেছেন তাদের পর্যবেক্ষণে রাখা হয়েছে। সেক্ষেত্রে কারো শরীরে উপসর্গ দেখা গেলে দ্রুত তারও নমুনাও পরীক্ষা করা হবে। জানা যাচ্ছে, কেরলে সম্প্রতি যে তৃতীয় আক্রান্ত ব্যক্তির সন্ধান পাওয়া গিয়েছে তার বয়স ৩৫।

চলতি মাসের প্রথমেই তিনি সংযুক্ত আরব আমিরশাহী থেকে দেশে ফিরেছিলেন। উল্লেখ্য, এর আগে কেরলে যে প্রথম এবং দ্বিতীয় মাঙ্কি পক্সে আক্রান্ত রোগীর সন্ধান মিলেছিল তারাও সংযুক্ত আরব আমিরশাহী এবং দুবাই থেকেই দেশে ফিরেছিল বলে জানা গিয়েছিল।