পার্কস্ট্রিটে ভয়াবহ অগ্নিকাণ্ডে কালো ধোঁয়ায় ঢেকে গেল গোটা এলাকা

Estimated read time 1 min read

কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে গোটা আকাশ। পার্কস্ট্রিটের একটি ক্যাফেতে বিধ্বংসী আগুন।  গলগল করে আগুনের ফুলকি বেরাচ্ছে ওই বিল্ডিংয়ের মাথা থেকে। ঘটনাস্থলে পৌঁছেছে দমকল, পার্কস্ট্রিট থানা ও শেক্সপিয়ার সরণি পুলিশ। আশপাশে যাতে আগুন ছড়িয়ে পড়তে না পারে সেই চেষ্টা করছেন দমকল কর্মীরা। এই মুহূর্তে দমকলের পাঁচটি ইঞ্জিন রয়েছে ঘটনাস্থলে। কীভাবে আগুন লেগেছে তা এখনো জানা যায়নি।

আগুন লাগার ঘটনাটি ঘটেছে পার্ক স্ট্রিট ও ক্যামাকস্ট্রিটের সংযোগস্থল অ্যালন পার্কের ঠিক উল্টো দিকে। এলাকাটি মূলত অফিস পাড়া হিসাবে পরিচিত। যেখানে বিভিন্ন কোম্পানির বিভিন্ন অফিস রয়েছে। আগুন লাগার খবর পৌঁছতেই আতঙ্কিত অফিস কর্মীরা রীতিমতো রাস্তায় চলে এসেছে। তবে যে বহুতলে আগুন লাগার ঘটনা ঘটেছে সেখানে কেউ আটকে নেই বলেই খবর।

জানা গিয়েছে, যে ভবনটিতে আগুন ধরে গিয়েছে সেখানে টিন দিয়ে একটি ব্যারিকেড করা ছিল। প্লাস্টিকের এই টিন থাকার জন্য আগুন আরও দ্রুততার সঙ্গে ছড়িয়ে পড়ে বলে খবর। তবে দমকল কর্মীরা আগুন নেভানোর পাশাপাশি ভিতরে কোনও কর্মী আটকে রয়েছেন কি না সেই বিষয়টিও খতিয়ে দেখছেন।  দমকল মন্ত্রী সুজিত বসু বলেন, “একটা ঘটনা ঘটেছে। খবর আসার সঙ্গে সঙ্গে দমকলের পাঁচটি ইঞ্জিন সেখানে পাঠিয়েছি। সিনিয়র অফিসাররা রয়েছেন। আমি নিজেও যাচ্ছি। আমার মনে হয় আগুন দ্রুত নিয়ন্ত্রণে চলে আসবে।” এলাকার এক অফিস কর্মী বলেন, “আজ সকাল সাড়ে দশটা নাগাদ আগুন লাগে। ক্রমাগত আগুন বেড়েই চলেছে। অফিস বন্ধ করে দেওয়া হয়েছে। আমরা খুব আতঙ্কিত। এই গরমের মধ্যে বন্ধ রাখা হয়েছে বিদ্যুত।”

You May Also Like

More From Author