চলছে উৎসবের মরশুম। আলোর উৎসবে মেতে উঠেছে গোটা বঙ্গবাসী। এই উৎসবের আবহের মাঝেই আচমকাই ঘটে গেলো দুর্ঘটনা। কালীপূজোর দিনই বড়সড় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল বানতলায়। চামড়ার কারখানায় বিধ্বংসী আগুল লেগেছে। যার জন্য ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের ১৫টি ইঞ্জিন।
দমকল সূত্রে জানা গিয়েছে, চর্মনগরীর এক তলার একটি গুদামে আগুন লাগে। আগুন লাগার কারণে কয়েকজন ভিতরে আটকে গিয়েছিলেন যদিও তাদের দমকল উদ্ধার করতে পেরেছে। তাই প্রাণহানির কোনও আশঙ্কা নেই বলে স্বস্তি। তবে অগ্নিকাণ্ডের জেরে বড় ক্ষয় ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। ইতিমধ্যেই ঘটনাস্থলে পরিদর্শনে গিয়েছেন দমকলমন্ত্রী সুজিত বসু।
আরও জানা গিয়েছে, এক তলায় আগুন লাগার পর সেই আগুন ৪ তলায় ছড়িয়ে পড়ে। গুদামের ভিতর দাউ দাউ করে আগুন জ্বলছে এখনও। গোটা গুদামেই আগুন ছড়িয়ে পড়েছে। দমকল পূর্ণ চেষ্টা করছে আগুন নিয়ন্ত্রণে আনার।