ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা কামারহাটির বিধায়কের বাড়িতে

কামারহাটির বিধায়ক মদন মিত্রের ভবানীপুরের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য। আগুন দ্রুত ছড়াতে থাকে। তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে দমকলের ৩টি ইঞ্জিন। আতঙ্ক ছড়িয়ে পড়ে নিমেষের মধ্যে। এদিন সকালে একতলার ঘরে আগুন লাগে। আগুন লেগেছে বুঝতে পেরে দ্রুত বেরিয়ে আসেন পরিবারের সকলে। আগুন লাগার ঘটনায় কেউ আহত হননি। বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল তৃণমূল বিধায়কের পাঁচ বছরের নাতি। এদিন মদন মিত্র জানান, “দেড়শো বছরের পুরনো বাড়ি। প্রথম এমন ঘটনা ঘটল”। অগ্নিকাণ্ডের ঘটনায় আতঙ্কে অসুস্থ হওয়ার পর মদন মিত্রকে বাড়ির বাইরে নিয়ে আসা হয়। তাঁর শ্বাসকষ্ট শুরু হয়। সম্ভবত শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে। পরিস্থিতি সামাল দেওয়া গিয়েছে দ্রুত তৎপরতার জন্যেই। খাট-সহ বাড়ির অন্যান্য জিনিসপত্র পুড়ে গিয়েছে। ভস্মীভূত গোটা ঘর।