শিয়ালদহ স্টেশনে বুকিং বিহীন অতিরিক্ত বহন করা লাগেজের বিরুদ্ধে তৎপর অভিযান। যাত্রীসুবিধা বৃদ্ধির লক্ষ্য এবং নির্বিঘ্ন ভ্রমণ নিশ্চিত করার জন্য শিয়ালদহ রেলওয়ে স্টেশনে একটি আকস্মিক চেকিং অভিযান পরিচালনা করা হয়। এই অভিযানের মূল উদ্দেশ্য ছিল অতিরিক্ত লাগেজ বহনের সমস্যাকে নিয়ন্ত্রণ করা এবং যাত্রীদের নির্ধারিত লাগেজ সীমা মেনে চলার বিষয়ে সচেতন করা।
শিয়ালদহের বিভাগীয় রেলওয়ে ম্যানেজার (DRM) দীপক নিগম-এর অনুপ্রেরণামূলক নেতৃত্বে পরিচালিত এই অভিযানে রেলওয়ের কর্মকর্তারা ও কর্মচারীরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। অতিরিক্ত লাগেজ বহনকারী যাত্রীদের শনাক্ত করা হয়, কারণ এটি অন্য যাত্রীদের অসুবিধার সৃষ্টি করে এবং ট্রেন পরিচালনায় বিঘ্ন ঘটায়।