গত সপ্তাহের সপ্তাহের বৃহস্পতিবার ছিল রামনবমী। এই রামনবমী উপলক্ষে বাংলায় মিছিল বেরিয়েছিল। কিন্তু আচমকাই সৃষ্টি হয় অশান্তকর পরিস্থিতির, হাওড়া জুড়ে সংঘর্ষ ছড়াল। রামনবমীর মিছিলেই হামলার অভিযোগ ওঠে, ব্যাপক হিংসার ঘটনাও ঘটে। জ্বলছে আগুন। ভাঙচুর করা গাড়ি, দোকান বাজার। এই পরিস্থিতে এখনো পর্যন্ত সরগরম রাজ্য।
এরই মধ্যে আগামী বৃহস্পতিবার দেশজুড়ে সারম্বরে পালিত হবে হনুমান জয়ন্তী। তার আগেই এদিন সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের প্রশাসনকে পরামর্শ পাঠাল অমিত শাহের মন্ত্রক। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের পরামর্শ অনুযায়ী অ্যাডভাইজারিতে বলা হয়েছে, হনুমান জয়ন্তীতে যাতে দেশের সর্বত্র আইন, শান্তি-শৃঙ্খলা বজায় থাকে তা সুনিশ্চিত করতে হবে প্রত্যেক রাজ্যকে।
এদিন টুইটার হ্যান্ডলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে পরামর্শ দিয়ে বলা হয়েছে, ‘‘হনুমান জয়ন্তীতে প্রস্তুতি নিয়ে সমস্ত রাজ্যকে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের পরামর্শ, যেন আইনশৃঙ্খলা বজায় রেখে শান্তিপূর্ণ ভাবে এই উৎসব পালন করার দিকে লক্ষ্য রাখা হয়। সেই সঙ্গে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করে এমন বিষয়গুলির উপর কড়া নজরদারি রাখা হয়।’’ হনুমান জয়ন্তীর আগে সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলকে অ্যাডভাইজারি পাঠাল শাহ এর দফতর।