গতকাল অর্থাৎ রবিবার গোটা বিশ্ব জুড়ে পালিত হয়েছে বড়দিনের উৎসব। কিন্তু আমেরিকার বড়দিন কাটল বিষাদের মধ্যে দিয়ে। কারণ ‘বম্ব সাইক্লোন’ বিধ্বস্ত করে দিয়েছে দেশের একটি অংশকে। কোথাও ৮ ফুট বা ১০ ফুট পুরু বরফের আস্তরণ জমে গিয়েছে রাস্তাঘাটে। প্রবল তুষারঝড়ে ইতিমধ্যেই মৃত্যু হয়েছে ৩১ জনের। মৃতের সংখ্যা যে আরও বাড়তে পারে তারও আশঙ্কা। সব মিলিয়ে উৎসবের মেজাজ একদমই নেই মার্কিন যুক্তরাষ্ট্রে।
আমেরিকার বিস্তীর্ণ এলাকা জুড়ে এখন প্রবল তুষারপাতে প্রায় ১৫ লক্ষ বাড়িতে বিদ্যুৎ বিভ্রাট হয়েছে। এখনও পরিস্থিতি প্রায় একই রকম। প্রাথমিকভাবে তাপমাত্রা মাইনাস ৫০ ডিগ্রির কাছাকাছি ছিল সেটাও এখনও বহাল। সেই কারণে বিভিন্ন জায়গায় আটকে পড়া মানুষের উদ্ধারে বাধা পাচ্ছে বিপর্যয় মোকাবিলা বাহিনীও। প্রশাসনের তরফ থেকে আগেই নির্দেশ দেওয়া হয়েছিল যে, খুব প্রয়োজন না পড়লে যেন কেউ বাড়ির বাইরে না বের হন। সেই নির্দেশিকা এখনও জারি। পরিস্থিতি এমন যে, ফুটন্ত জল নিমেষে বরফে পরিণত হচ্ছে, ঠান্ডায় প্রায় জমে যাওয়ার মতো অবস্থা।
শেষ ৫ দিন ধরে আমেরিকার বিভিন্ন প্রান্তে চলে তুষার ঝড়। জানা গিয়েছে, শুধুমাত্র নিউইয়র্কেই মারা গিয়েছেন ১২ জন। এছাড়া বিভিন্ন প্রদেশ থেকেই একাধিক মৃত্যুর খবর আসছে। সব মিলিয়ে ৩১ জন প্রাণ হারিয়েছেন বলে খবর। আসলে শৈত্য প্রবাহের কারণে বায়ুমণ্ডলে চাপ কমে গেলে এক ঝড় তৈরি হয়। বায়ু কুণ্ডলীকৃত হয়ে ঝড়ের রূপে ঘূর্ণি তৈরি করে। এটাই হল ‘বম্ব সাইক্লোন’।