গরু পাচার করতে গিয়ে বিএসএফের গুলিতে মারা গেল দিনহাটা বিধানসভার গিতালদাহ সাব ডিভিশনের কাশিম ঘাটের বছর ৩৩ এর এক ব্যক্তি।
বৃহস্পতিবার ভোর ২.৩০ টা নাগাদ, ১৫-২০ জন গরু পাচারকারী বাংলাদেশ বর্ডার সংলগ্ন গিতালদাহের কাসিম ঘাটে গরু পাচারের সময়ে বিএসএফ এর বাধার সম্মুখীন হয়। সেই সময় বিএসএফের আগ্নেয়াস্ত্র ছিনিয়ে নেবার চেষ্টা করে তারা। তখন কর্তব্যরত বিএসএফ পাচারকারীর ওপর ৬ রাউন্ড গুলি চালায়। সেই গলিতেই গীতালদহ-২ এর জড়িধল্লা বড়াই বাড়ির বাসিন্দা লুৎফর রহমান নামে পাচারকারীর গুলি লাগে। প্রাথমিক অবস্থায় বিএসএফ রা তাকে হাসপাতালে নিয়ে যায়। এরপর সেখান থেকে কোচবিহার এমজেএন মেডিকেল কলেজ এন্ড হসপিটালে নিয়ে গেলে ডাক্তারবাবু তাদের মৃত বলে ঘোষণা করে।