গাঁজা পাচার করতে গিয়ে ধরা পরল এক পাচারকারী

নাইট সুপার বাসে করে রাতের অন্ধকার গায়ের সঙ্গে প্লাস্টিক দিয়ে বেঁধে গাঁজা পাচার করতে গিয়ে ধরা পরল কলকাতা শিলিগুড়ি গামী বাসে থাকা এক পাচারকারী গোপন সূত্রে খবরের ভিত্তিতে বিধান নগর বাস স্ট্যান্ড সংলগ্ন ৩১ নম্বর জাতীয় সড়কের উপর শিলিগুড়ি থেকে কলকাতা গামী একটি নাইট সুপার বাস থেকে উদ্ধার হল গাঁজা, জানা যায় এই নাইট সুপার বাসে করে এক গাঁজা পাচারকারী দিনহাটা থেকে কৃষ্ণনগর গাঁজা গুলি গায়ে প্লাস্টিক দিয়ে বেঁধে নিয়ে যাচ্ছিল।

সেই সময় গোপন সূত্রের খবর ভিত্তিতে  পুলিশ ওই যাত্রীবাহি বাসটিকে আটক করে এবং তল্লাশি করার পরই সেই গাঁজা পাচার কারিকে গ্রেফতার করে। পুলিশ তলাশীর পর দেখা যায় পাচারকারীর গায়ে প্লাস্টিক দিয়ে মোড়ানো অবস্থায় রয়েছে গাজার প্যাকেটগুলি পরবর্তীতে ওজন করে দেখা যায় প্রায় ৬ কিলো গাজা পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল।

এই ৬ কেজি গাঁজার বাজার মূল্য প্রায় লক্ষাধিক টাকা। ঘৃত পাচারকারীর নাম চিরঞ্জিত কর কোচবিহারের দিনহাটার বাসিন্দা, মাঝেমধ্যেই সে এভাবেই গাঁজা পাচার করে থাকতো তবে আজ তাকে শিলিগুড়ি মহাকুমা আদালতে পাঠানো হবে।