গোরু পাচার করতে গিয়ে গ্রেপ্তার এক পাচারকারী

একদিকে বাংলাদেশের পরিস্থিতি উত্তপ্ত হয়ে রয়েছে। শীতের সময় কুয়াশায় চাদরে আড়ালে গরু পাচার করা হচ্ছিল। সীমান্তে দায়িত্বে থাকা জাওয়ানদের চোখে পড়ে গরু পাচারকারীরা কাঁটাতার কেটে।

তারই মাঝে ভারত বাংলাদেশ সীমান্ত কাঁটাতার কেটে গরু পাচারের সময় গভীর রাতে এক ব্যক্তিকে আটক করে বিএসএফ। এরপরে বিএসএফের পক্ষ থেকে ফাঁসিদেওয়ার থানা পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

ধৃত পাচারকারীর নাম তহির উদ্দিন(45) চটহাট অঞ্চলের মুড়ি খাওয়ার বাসিন্দা। আজ শিলিগুড়ি আদালতে তোলা হয়। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে ফাঁসিদেওয়া থানার পুলিশ।