খুদে হাতে অল্প খরচেই মা দূর্গা পেল আকার

কথায় বলে ইচ্ছা থাকলে সব হয়, আর সেই ইচ্ছের জোরেই ৬০ হাজার নয় মাত্র ৫ হাজার টাকায় দূর্গা বানিয়েই তাক লাগিয়ে দিল ছোট্ট রিয়ান। রিয়ানের সাথে সাথে ধীরে ধীরে প্রতিমার আকারও বড় হচ্ছে। বিগত তিন বছর ধরে ছোট্ট রিয়ান ঘরে বসেই দুর্গা প্রতিমা বানিয়ে চলেছে। এই কাজের শুরু করোনা অতিমাড়ির সময় থেকে। চলছিল লকডাউন, বন্ধ ছিল স্কুল। নিষেধাজ্ঞা ছিল ঘর থেকে বাইরে যাওয়ার। এমন কঠিন সময় পার করার উপায় নিজেই খুঁজে নিয়েছিল জলপাইগুড়ি শহর সংলগ্ন মোহিত নগর নিবাসী দশ বছর বয়েসের রিয়ান সেন। কখনও গুগুল আবার কখনও নিজস্ব কল্পনা এই সম্বল করেই ঘরে বসে বানিয়ে ফেলেছিল মা দূর্গা।

এবার আর নেই করোনার দাপট, তাই নিজের ভেতরের বাসনাকে বাস্তবে রূপ দিতে খুব বেশি বেগ পেতে হচ্ছে না, মহালয়ার আগেই রিয়ানের হাতে তৈরী ছোট্ট দূর্গা। এটি তৈরীর খরচ ৬০ হাজারও নয়। রিয়ানের হিসেবে ৪ থেকে ৫ হাজারের মধ্যেই তৈরী হয়েছে মা দূর্গা এবং পূজিতও হবেন যথাযথ রীতিনীতি মেনেই।

খুদে শিল্পীর মা পেশায় শিক্ষিকা। বাবাও পেশায় শিক্ষক পিন্টু সেন বলেন, “ছোটো থেকেই ওর মধ্যে কিছু গড়ার ইচ্ছে লক্ষ্য করি, সেই থেকেই শুরু। আমরাও ভাবতাম এই ধরণের কাজে নিজেকে ব্যস্ত রাখলে অন্তত মোবাইল থেকে দূরে থাকবে। তাই তখন থেকে আজও ওকে উৎসাহ দিয়ে যাই।”