কেন্দ্র সরকারের তরফে গুরুতর অভিযোগ

পশ্চিমবঙ্গে মহানগরীর বুকে মেট্রো কতৃপক্ষের তরফে কলকাতার সাথেই আশেপাশের জেলাগুলির সাথেও যোগাযোগ মসৃণ করতে চালু করা হচ্ছে আরও একাধিক মেট্রো রেল প্রকল্প। এবার এই মেট্রোরেলের বিরুদ্ধেই গুরুতর অভিযোগ তুললো কেন্দ্রীয় সরকার।

দাবি করা হচ্ছে পশ্চিমবঙ্গের মানুষকে পরিবহনের সুযোগ-সুবিধা করে দেওয়ার জন্য কলকাতা মেট্রোর প্রত্যেক বছর ৪৫০ কোটি টাকার বেশি লোকসান হচ্ছে। জানা যাচ্ছে, বিজেপি মুখপাত্র শমীক ভট্টাচার্যের একটি প্রশ্নের উত্তরে এই তথ্য দিয়েছে ভারতীয় রেল। এ প্রসঙ্গে বিজেপির তরফে দাবি করা হয়েছে রাজ্য সরকারের উদাসীনতার কারণেই নাকি কলকাতা মেট্রোর এই ভোগান্তি হচ্ছে। যার ফলে কার্যত বেহাল অবস্থা একাধিক সরকারি প্রকল্পের। আর এতেই বিপুল পরিমাণ ক্ষতি হচ্ছে কেন্দ্রীয় সরকারের। ২০২১ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত এই ক্ষতির হিসাব দিয়েছে রেল কর্তৃপক্ষ।