অজগর সাপের ভিডিও করতে গিয়ে সাপের কামড় খেলো এক মাধ্যমিক পরীক্ষার্থী। জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।অজগর সাপ ধরে কেরামতি ভিডিও বানাতে গিয়ে মারাত্মক যখম হলো এক মাধ্যমিক পরীক্ষার্থী। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি চারের বাড়ি এলাকায়। জানা গেছে ময়নাগুড়ির চারের বাড়ি এলাকার এক গৃহস্থের বাড়িতে একটি অজগর সাপ ঢুকে যায়।
গ্রামে খবর ছড়িয়ে পড়তেই উৎসুক মানুষের ভিড় জমায়।খবর যায় পরিবেশ প্রেমী সংগঠনের সদস্যদের কাছে।আর এরমধ্যেই প্রদীপ মন্ডল নামে এক মাধ্যমিক পরীক্ষার্থী ওই অজগর সাপটিকে ধরতে যায়। সাথে সাথে তাকে কামড় দেয় অজগর সাপ। রক্তাক্ত অবস্থায় তাকে ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতালে ভর্তী করা হয়। এখন সেখানেই চিকিৎসা চলছে তার।
ঘটনায় ময়নাগুড়ি পরিবেশ প্রেমী সংগঠনের সম্পাদক নন্দু রায় বলেন প্রশিক্ষণ ছাড়া সাপ ধরে মোবাইলে ছবি করে সেই ভিডিও ইউটিউবে ছেড়ে দিয়ে বাহাদুরি করতে গিয়ে সর্প দংশনে অনেকেই মারা গেছে। প্রায়শই এই খবর শোনা যায়। আজকের ঘটনা অনেকটা একইরকম। আমরা স্থানীয় এলাকায় সচেতন করেছি।অজগর সাপটিকে ধরে আমরা বনদপ্তর কে দিয়েছি।