পরীক্ষা চলাকালীন অসুস্থ হয়ে পড়ে মাধ্যমিকের ছাত্রী

একটিয়াসাল তিলেশ্বরী অধিকারী উচ্চ বিদ্যালয়ের মাধ্যমিক পরীক্ষার্থী জয়শ্রী বর্মন। যার পরীক্ষাকেন্দ্র ছিল রামকৃষ্ণ সারদা মনি বিদ্যালয়ে। এদিন ছিল মাধ্যমিকের জীবন বিজ্ঞানের পরীক্ষা, পরীক্ষা চলাকালীন হঠাৎ অজ্ঞান হয়ে পড়ে জয়শ্রী। তড়িঘড়ি তাকে নিয়ে আসা হয় শিলিগুড়ি জেলা হাসপাতালে ও খবর দেওয়া হয় পরীক্ষার্থীর বাবা বাপন বর্মনকে।

খবর পেয়ে মেয়েকে দেখতে হাসপাতালে ছুটে আসেন বাবা ও মেয়ের সাথে দেখা করে তিনি জানান তার মেয়ে এখন স্থীতিশীল।