দিনহাটার বলরামপুর রোডে নয়ানজুলিতে উল্টে গেল স্কুল ভ্যান

দিনহাটার বলরামপুর রোডে নয়ানজুলিতে উল্টে গেল স্কুল ভ্যান, ঘটনায় চাঞ্চল্য। ঘটনা প্রসঙ্গে জানা গিয়েছে, মঙ্গলবার দুপুর আনুমানিক আড়াইটে নাগাদ দিনহাটা শহর লাগোয়া বলরামপুর রোড নতুন হিমঘর এলাকায় রাস্তার পাশে থাকা নয়ানজুলিতে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় দিনহাটা সেন্ট মেরি স্কুলের স্কুল ভ্যান। জানা গিয়েছে, স্কুল ভ্যানটিতে ৯ জন ছাত্র ছাত্রী ছিল। তবে স্থানীয় যুবকদের প্রচেষ্টায় ইতিমধ্যে আটজনকে উদ্ধার করে পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে। আটজন সামান্য আহত রয়েছে। তবে আকজন বর্তমানে দিনহাটা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে পুলিশ সূত্রে খবর। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে সংশ্লিষ্ট এলাকায়।