দুর্ঘটনাগ্রস্থ স্কুল বাস, অল্প বিস্তর আহত বেশ কয়েকজন খুদে পড়ুয়া

চলতে চলতে হঠাৎই বাসের চাকা খুলে দুর্ঘটনার স্বীকার হল একটি বেসরকারির স্কুলের বাস। ঘটনায় আহত হল বাসে থাকা বেশ কয়েকজন পড়ুয়া। সাত সকালে দুর্ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি জলপাইমোড় সংলগ্ন এলাকায়।

জানা গেছে ফুলবাড়ীর একটি বেসরকারি স্কুলের বাস ছাত্র-ছাত্রীদের নিয়ে স্কুলে যাবার সময় হঠাৎই গাড়ির পিছনে থাকা চাকা খুলে যায়। চাকা খুলে যাওয়ায় রাস্তার উপর বাসের পিছনের অংশ আছড়ে পড়ে।আর তাতেই আহত হয় বেশ কয়েকজন খুদে পড়ুয়া।

মুহূর্তের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়।স্থানীয়দের ও সেখানে থাকা ট্রাফিক পুলিশের সহযোগিতায় শিশুদের উদ্ধার করে অন্য বাসে স্কুলে পাঠানো হয়। মাঝেমধ্যেই এমন বেসরকারি স্কুল বাসগুলির দুর্ঘটনা নিয়ে প্রশাসনের দিকে আঙ্গুল তুলছে শহরবাসী।