বিগত বেশ কিছুদিন ধরে বেড়ে চলেছে অশান্তি, ঘর ছাড়া হাজার হাজার মানুষ। প্রায় তিন মাস ধরে মণিপুরের এই অবস্থায়, এবার পরিস্থিতিতে সরেজমিনে খতিয়ে দেখতে গেল বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল।
দুদিনের সফরে মণিপুরে গেল তৃণমূলের ৫ সদস্যের প্রতিনিধি দল। দলে রয়েছেন সুস্মিতা দেব, কাকলি ঘোষ দস্তিদার, দোলা সেন, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, ডেরেক ও’ব্রায়েন। দুদিনের সফরে সড়কপথের পাশাপাশি হেলিকপ্টারেও হিংসাবিধ্বস্ত এলাকাগুলি ঘুরে দেখার কথা জানান সুস্মিতা।
হেলিকপ্টার সার্ভিস প্রসঙ্গে সুস্মিতা বলেন, ‘মণিপুর সরকারকে আমরা বলেছি হেলিকপ্টারের খরচা তৃণমূল কংগ্রেসের দল হিসেবে দেবে’। সুস্মিতার কথায়, ‘পার্লামেন্ট সেশনের আগে মনিপুরে পৌঁছে সেখানে যেখানে যেখানে অশান্তির ঘটনা ঘটেছে সেগুলো খোঁজ নিতে হবে। আমরা সংসদে এই বিষয়টি তুলবো। তার আগে একবার সরেজমিনে দেখে নেওয়া’।