তরুণী চিকিৎসকের মৃত্যুর ঘটনায় জমা পড়ল রিপোর্ট

সম্প্রতি মহানগরীর বুকে এক উত্তাল পরিস্তিতির সৃষ্টি হয়েছে আরজি করে তরুণী চিকিৎসকের মৃত্যুর ঘটনায়। এই ঘটনায় সুপ্রিম কোর্টে আরজি কর মামলার ষষ্ঠ শুনানি। প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জে বি পারদিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চে এই মামলার শুনানি চলছে।

এদিনের শুনানির শুরুতেই টাস্ক ফোর্স নিয়ে শীর্ষ আদালতে হলফনামা জমা দেওয়া হয়। এরপর কেন্দ্রীয় এজেন্সির কাছে আরজি কর কাণ্ডের তদন্তের অগ্রগতির বিষয়ে জানতে চান প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়। এরপর সলিসিটর জেনারেল তুষার মেহতা সুপ্রিম কোর্টে স্টেটাস রিপোর্ট জমা করেন।

এদিন সলিসিটর জেনারেল জানান, আরজি কর কাণ্ডের নির্যাতিতার পরিবারের সঙ্গে কেন্দ্রীয় এজেন্সির আধিকারিকরা নিয়মিত যোগাযোগ রাখছে। নোডাল অফিসার নিয়োগ করা হয়েছে। আরজি করের আর্থিক দুর্নীতি মামলার তদন্ত নিয়েও প্রশ্ন করেন সিজেআই চন্দ্রচূড়।