বারংবার একই ঘটনার পুনরাবৃত্তি ঘটে চলেছে বঙ্গে। এগরার রেশ কাটতে না কাটতেই এবার বজবজ। পঞ্চায়েত পূর্বে ফের ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল, দক্ষিণ ২৪ পরগনার বজবজের নন্দরামপুরের দাসপাড়ায় বিস্ফোরণের ঘটনায় ঝলসে মৃত ৩। বিস্ফোরণের তীব্রতা এতটাই যে একটি দোতলা বাড়ির অস্থায়ী ছাউনির একাংশ ধসে মাটিতে লুটিয়ে পড়েছে।
সূত্রের খবর, বিস্ফোরণস্থল থেকে পাওয়া গিয়েছে প্রচুর পরিমানে শব্দবাজি। যেখানে রাজ্যে তো শব্দ বাজি নিষিদ্ধ সেখানে কিভাবে আড়ালে এত শব্দ বাজি মজুত করা হচ্ছিল সেই নিয়েও উঠছে প্রশ্ন। পাশাপাশি সেই জায়গা থেকে উদ্ধার হয়েছে বারুদ, সুতুলি দড়ি জাতীয় উপাদানও।
যেই বাড়িতে ভয়াবহ ঘটনাটি ঘটেছে সেই বাড়ির দোতলার উপর বাজির গোডাউন তৈরি হয়েছিল বলে জানা গিয়েছে। তবে সত্যিই সেখানে শব্দ বাজি তৈরী হত নাকি তা আড়াল করে চলতো বোমার কারবার সেই নিয়ে উঠছে প্রশ্ন। জানা গিয়েছে তদন্তে নেমে ইতিমধ্যেই ২৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। অন্যদিকে, স্বাভাবিকভাবেই ঘটনা ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।