সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত এক ব্যক্তি

আবারো ভয়াবহ পথ দুর্ঘটনা দ্সদরগা সংলগ্ন এলাকায়। গুরুতর আহত এক। পথ অবরোধ করে বিক্ষোভ এলাকাবাসীর। ঘটনা চাঞ্চল এলাকায়। জানা যায় আজ সন্ধ্যা আটটা নাগাদ জলপাইগুড়ি জেলার বেলাকোবা অঞ্চল সংলগ্ন দশ দরগা মোড় এলাকায় ভয়াবহ পথ দুর্ঘটনা হয়। জলপাইগুড়ি থেকে শিলিগুড়ি দিকের বাইক নিয়ে বাড়ি ফেরার পথে দ্সদরগা সংলগ্ন অবৈধ কোচিং এ রাস্তা পারাপার হওয়ার সময় হঠাৎই পিছন থেকে আসা একটি ছোট চারচাকা গাড়ি সজরে ধাক্কা মারে বাইক চালককে। আশঙ্কাজনক অবস্থায় এলাকাবাসীরা প্রথমে বেলাকোবা বড়বাড়ি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক অবস্থার বেগতি দেখে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করে তাকে।

ঘটনা চাউর হতেই ভিড় জমায় এলাকাবাসী ও ৩১ এ ডি জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় তারা। ঘটনাস্থলে আছে জলপাইগুড়ি কোতোয়ালি থানার ও রাজগঞ্জ থানার বিশাল পুলিশ বাহিনী। পুরুষকে ঘিরে বিক্ষোভ দেখায় এলাকাবাসী।কারণ বিগত বেশ কয়েক বছর ধরে দশ দরগা মোড় সংলগ্ন এলাকায় রাস্তা পারাপারের জন্য অপরিকল্পিতভাবে মোড় থেকে ৩০০ মিটার দূরে ক্রসিং এর ব্যবস্থা করেছে nh কর্তৃপক্ষ। আর এই ক্রসিং দিয়ে পারাপার হতে গিয়ে প্রতিবছর বিশেষ করে শীতকালে দুর্ঘটনার কবলে পড়ে বহু মানুষের মৃত্যু হয়েছে।

বহুবার পথ অবরোধ করো কোন সূরহ্যাঁ হয়নি। বিগত কিছুদিন আগে এনএইচ কর্তৃপক্ষ ও জলপাইগুড়ি জেলা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে যৌথ মিটিং করে অত্যাধুনিক ট্রাফিক বসানোর কথা হলেও সেই কাজ আর হয়ে ওঠেনি। যার ফলে চরম দুর্ভোগে এলাকাবাসী। আবারও শীত পরছে কুয়াশায় ঢাকবে জলপাইগুড়ি জেলা। এতেই ভয়ের আশঙ্কা, কি জানি কখন কি হয়। যৌতুক কত বছর এই পথে মৃত্যু মিছিল তৈরি হয়েছিল আবার এবারও কি একই অবস্থা হবে সেই আশঙ্কায় দিন গুনছে এলাকাবাসী। অবশেষে পুলিশ প্রশাসনের চেষ্টায় উঠে যায় পথ অবরোধ। ঘটনাস্থল থেকে দুটি গাড়িকে উদ্ধার করে নিয়ে যায় কোতোয়াল থানার পুলিশ।