ভূমি সংস্কার দফতর আধিকারিকের নামে নালিশ জানালেন এক ব্যক্তি

ভূমি সংস্কার দফতরের পরিদর্শন সেরে বেরোনোর সময় মহকুমা শাসককে সামনে পেয়ে জমি বেদখল হয়ে যাওয়া এবং সেই বিষয়ে ব্লক ভূমি ও ভূমি সংস্কার দফতর আধিকারিকের নামে নালিশ জানালেন এক ব্যক্তি। অভিযোগ পেয়েই তড়িঘড়ি খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহনের নির্দেশ দিলেন মহকুমা শাসক। জমি সংক্রান্ত বিষয়ে কোনো সমস্যা বা জমি রেজিষ্ট্রি করাতে এসে কোনো সমস্যার মুখে পড়ছেন কিনা সাধারন মানুষ, সেই বিষয়ে খোজ নিতে ধূপগুড়ি শহরের রেজিষ্ট্রি অফিস এবং ভূমি ও ভূমি সংস্কার দফতরে পরিদর্শন করলেন ধূপগুড়ি মহকুমা শাসক পুস্পা দোলমা লেপচা এবং ধূপগুড়ি মহকুমা পুলিশ আধিকারিক গেলসন লেপচা।

এদিন মহকুমা শাসক দীর্ঘক্ষন অফিসে বসে থেকেও দেখা পেলেন না ব্লক ভূমি এবং ভূমি সংস্কার দফতরের আধিকারিকের। জানা যায় এদিন দুই মহকুমা আধিকারিক শুক্রবার সকালে ধূপগুড়ি রেজিষ্ট্রি অফিসে পৌছান,সেখানে সংশ্লিষ্ট আধিকারিকের সঙ্গে দীর্ঘক্ষন কথা বলেন,পরিষেবা নিতে আসা মানুষের সঙ্গেও কথা বলেও জানতে চান কোনো দালাল চক্রের খপ্পরে পড়ছেন কিনা, কি কি অসুবিধা রয়েছে পরিষেবা পেতে। এরপর সেখান থেকে ধূপগুড়ি ব্লক ভূমি ও ভূমি সংস্কার দফতরে আসেন। সেখানে আধিকারিকের কক্ষে দীর্ঘক্ষন বসে থাকলেও দেখা মেলেনি ভূমি সংস্কার আধিকারিকের। এরপর পরিষেবা নিতে আসা মানুষের সঙ্গে সাক্ষাৎ করে দালালদের খপ্পরে না পড়ার পরামর্শ দেন এবং নিজের কাজ নিজেকে অফিসে করার কথা বলেন। এদিন মহকুমা শাসক পুস্পা দোলমা লেপচা সংবাদমাধ্যমের সামনে বক্তব্য রাখার পর এক ব্যক্তি তার সামনে অভিযোগ নিয়ে আসেন। ঐ ব্যক্তির দাবি তিনি একসময় এই ভূমি সংস্কার দফতরের এই অফিসেই কর্মরত ছিলেন। তার ৩৫ বিঘা জমির মধ্যে প্রায় ৬ বিঘা জমি বেদখল হয়ে রয়েছে,বিষয়টি নিয়ে ভূমি সংস্কার আধিকারিককে জানানো হলেও তিনি যাচ্ছি যাব বলে গুরুত্ব দিচ্ছেন না। অভিযোগ পাওয়া মাত্রই মহকুমা শাসক বিষয়টি খতিয়ে দেখার নির্দেশ দেন। মহকুমাশাসক পুস্পা দোলমা লেপচা বলেন,প্রথমে এডিএসআর এবং বি এল আর ও অফিসে পরিদর্শন করলাম এবং সেখানে মানুষের পরিষেবা সংক্রান্ত বিষয়ে কথা বলেছি। তেমন অসুবিধা নেই।