অভিনব উদ্যোগ বিদ্যালয়ের তরফে

নয়া উদ্যোগের ফলে চিন্তা মুক্ত হতে চলেছেন অভিভাবকরা। সঠিক সময়ে সন্তান স্কুলে যাচ্ছে কিনা তা নিয়ে অনেক অভিভাবকই চিন্তিত থাকেন। এবার সেই চিন্তা দূর করতে অভিনব পদক্ষেপ নিল গাইঘাটার চাঁদপাড়া বাণী বিদ্যাবীথি স্কুল। কিছুদিন আগেই এই স্কুলে চালু হয়েছে কিউআর কোড ভিত্তিক হাজিরা।

প্রায় আড়াই হাজার পড়ুয়া পড়াশোনা করেন এই স্কুলে। স্কুলের পড়ুয়ারা যখন বিদ্যালয়ে প্রবেশ করছেন তখন তাদের কাছে থাকা আইডেন্টি কার্ডের কিউআর কোড স্ক্যান করলেই মেসেজ চলে যাচ্ছে অভিভাবকদের ফোনে। যার ফলে পাশাপাশি নিশ্চিন্ত হবেন অভিভাবকেরা।

পাশাপাশি স্কুলে চালু হয়েছে ই-ডায়েরি অ্যাপ। এই অ্যাপের মাধ্যমে অভিভাবকেরা জানতে পারছেন স্কুলে কী কী হচ্ছে। ক্লাসওয়ার্ক এবং হোমওয়ার্ক, স্কুলের রুটিন, স্কুলের বিভিন্ন নোটিস সবকিছুই চলে যাচ্ছে অভিভাবকদের ফোনে। স্কুল কর্তৃপক্ষ দাবি করেছে, ক্লাস টিচার ও অন্যান্য শিক্ষকদের সাথে অভিভাবকেরা যোগাযোগ করতে পারবেন এই অ্যাপের মাধ্যমে।