বিগত বেশ কিছু মাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে ইতিমধ্যেই তালিকা ধরে ধরে অযোগ্য প্রার্থীদের তলব করে জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই।
পাশাপাশি রেকর্ড করা হয়েছে তাদের বয়ানও। এবার প্রমাণ হিসেবে সুপ্রিম কোর্টে দেওয়া হতে পারে এই অযোগ্যদের বয়ান। এখনও পর্যন্ত প্রায় ৪৫০০ অযোগ্য প্রার্থীর হদিস মিলেছে। অনেকে দুর্নীতির কথা স্বীকারও করে নিয়েছে।
২৫০-র বেশি অযোগ্য প্রার্থীকে জিজ্ঞাসাবাদ করে বয়ান লিপিবদ্ধ করেছে CBI. ঠিক কিভাবে চাকরি পেয়েছিলেন, কাকে, কবে, কোথায়, কী ভাবে টাকা দিয়ে তারা চাকরি পেয়েছিলেন, এসব সবিস্তারে থাকবে লিপিবদ্ধ বয়ানে থাকবে বলে জানা গিয়েছে। তদন্তকারীদের অনুমান এ ভাবে ধীরে ধীরে দুর্নীতির ‘মাথা’-দের কাছে পৌঁছনো সম্ভব হবে। এরপর ১৬ জুলাই সুপ্রিম কোর্টে নিয়োগ দুর্নীতির মামলার শুনানি রয়েছে।