নয়া পদক্ষেপ নেওয়া হল রেলের তরফে

ক্রমবর্ধমান যাত্রীদের কথা মাথায় রেখে এবং সফরের সময়ে তাঁদের স্বাচ্ছন্দ্যের দিকটি বজায় রাখতে একের পর এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে রেলের তরফে। ট্রেনে আগে পোষ্যদের নিয়ে যাতায়াতের ক্ষেত্রে সমস্যার সম্মুখীন হতেন যাত্রীরা। তবে, এবার জানা গিয়েছে যে, এই সমস্যার সমাধানে সরকার পদক্ষেপ গ্রহণ করতে পারে।

জানা গিয়েছে যে, রেল মন্ত্রক একটি নতুন নিয়ম আনতে চলেছে। যার মাধ্যমে পোষ্য কুকুর বা বিড়ালকে ট্রেনে চাপিয়ে সহজেই সফর করা যাবে। ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন পোষ্য প্রাণীদের জন্য অনলাইন টিকিট বুকিংয়ের অনুমতি দিতে পারে।

সমস্যা সমাধানের জন্য, রেল মন্ত্রক পোষ্যদের জন্য অনলাইন টিকিট বুকিং শুরু করার পরিকল্পনা করছে। সংশ্লিষ্ট মন্ত্রক AC-1 শ্রেণির ট্রেনে পোষা প্রাণীদের জন্য অনলাইন বুকিং সুবিধার প্রস্তাব করেছে। ওই প্রস্তাবে টিটিইকে পোষা প্রাণীকে বোর্ডে বুক করার ক্ষমতার বিষয়টিও অন্তর্ভুক্ত রয়েছে।