নির্ধারিত সময়েই শুরু হয়ে শেষ হয়েছে লোকসভা নির্বাচন। ফলাফল প্রকাশের পরই দেখা গিয়েছে যে বাংলায় ভালো পারফরম্যান্স করতে পারেনি বিজেপি। লোকসভা নির্বাচনের পর উপ ভোটেও ছক্কা তৃণমূলের। তবে যে দল গোটা বঙ্গ জুড়ে বিরাজ করছে, তার অভ্যন্তরে কি চলছে, এই নিয়ে চর্চা তুঙ্গে।
বিগত বেশ কিছু সময় ধরে সবুজ শিবির ভাগ হয়েছে নবীন বনাম প্রবীণে। বাংলার শাসক শিবিরে যেভাবে গৃহযুদ্ধ বেঁধেছে তাতে খুব তাড়াতাড়ি আরও এক নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশ করতে চলেছে পশ্চিমবঙ্গে। সম্প্রতি এমনই বিস্ফোরক দাবি করেছেন বিজেপি নেতা শঙ্কু দেব পান্ডা।
শঙ্কু দেবের কথায় ‘খেলা শুরু হয়ে গেছে। ২০২৬-এর বিধানসভা নির্বাচনের আগেই পশ্চিমবঙ্গে একটা অ্যাটোম বোম পড়তে চলেছে সেই অ্যাটোম বোমের নাম একটা নতুন রাজনৈতিক দল। সেই রাজনৈতিক দল কোনো দল ভেঙেই তৈরী হতে চলেছে। আগামী