নয়া বিজ্ঞপ্তি জারি হলো পাড়ায় পাড়ায় পাঠশালা নিয়ে

বিগত দু বছর ধরে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার পর খুলেছে পাড়ায় পাড়ায় পাঠশালা। প্রথম থেকে সপ্তম শ্রেণি পর্যন্ত গতকাল থেকে চালু হওয়া ‘পাড়ায় শিক্ষালয়’ কর্মসূচিতে স্কুলগুলিতে স্বাভাবিক সময়ে পঠন পাঠন চলবে বলে রাজ্য সরকার জানিয়েছে। আজ শিক্ষা দফতর থেকে জারি করা এক নির্দেশিকায় সোমবার থেকে শুক্রবার পর্যন্ত সপ্তাহে পাঁচ দিন এই ক্লাস নেওয়া হবে বলে জানান হয়েছে। উল্লেখ্য, এর আগে এই কর্মসূচিতে সপ্তাহে পাঁচ দিন সকাল এগারোটা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত ছাত্র ছাত্রীদের ক্লাস নেওয়ার কথা বলা হয়েছিল। নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী আগামীকাল থেকে সকাল দশটা পঞ্চাশ মিনিট থেকে বিকাল সাড়ে চারটে পর্যন্ত এই ক্লাস নিতে হবে সব জেলাশাসকদের জানিয়ে দেওয়া হয়েছে।

‘পাড়ায় শিক্ষালয়’ কর্মসূচি সফল করতে ইতিমধ্যেই বিভিন্ন জেলার বিদ্যালয় পরিদর্শকদের সঙ্গে বৈঠক করেছেন স্কুল শিক্ষা সচিব মণীশ জৈন৷ তাঁদের গোটা বিষয়ের উপর নজর রাখতে বলা হয়েছে৷ প্রতিটি স্কুলের প্রধান শিক্ষকদেরও এই মর্মে নির্দেশ পাঠানো হয়েছে। স্কুল শিক্ষা দফতরের নির্দেশে বলা হয়েছে, বড় জায়গায় ৮০ থেকে ১০০ জন পড়ুয়া, ছোট জায়গায় ৪০ থেকে ৫০ জন পড়ুয়া নিয়ে ‘পাড়ায় শিক্ষালয়’ কর্মসূচির ক্লাস করা যাবে। যদি কোনও ছাত্র ছাত্রীর বাড়ি স্কুল থেকে দূরে হয় তাহলে তার নিকটবর্তী স্কুল থেকে যেখানে ‘পাড়ায় শিক্ষালয় প্রকল্পে’র ক্লাস নেওয়া হচ্ছে সেখানে গিয়ে সে ক্লাস করতে পারবে।

স্কুল শিক্ষা দফতরের সূচি অনুযায়ী সোমবার ও বৃহস্পতিবার সপ্তম শ্রেণি, মঙ্গলবার ও শুক্রবার করে ষষ্ঠ শ্রেণি, বুধবার ও শনিবার পঞ্চম শ্রেণির ক্লাস নেওয়া হবে৷ শুধু সময় নিয়ে যে নির্দেশিকা দেওয়া হয়েছিল তার বদল ঘটানো হয়েছে। যদিও এখনও পর্যন্ত এই কর্মসূচি নিয়ে বিতর্ক থামেনি। বিদ্যালয়ের প্রাঙ্গণে, বারান্দায় যদি পাঠশালা চলতে পারে তাহলে শ্রেণিকক্ষে কেন চালানো যাবে না। এই প্রশ্ন তোলা হচ্ছে বিভিন্ন শিক্ষা সংগঠনের তরফে। মুখ্যমন্ত্রীর কাছে তাদের অনুরোধ, ‘পাড়ায় শিক্ষালয়’ পরিকল্পনাটি প্রত্যাহার করে অতি দ্রুত সকল ছাত্র-ছাত্রীর জন্য নতুন শিক্ষাবর্ষের প্রথম থেকেই শ্রেণিকক্ষে পঠন-পাঠন শুরু করার নির্দেশ দেওয়া হোক।