অমৃত ভারত প্রকল্পের মাধ্যমে নতুন লিফটের উদ্বোধন হলো জলপাইগুড়িতে

জলপাইগুড়ি রোড স্টেশনে নতুন লিফটের উদ্বোধন হলো। রেলের উদ্যোগে অমৃত ভারত প্রকল্পের মাধ্যমে জলপাইগুড়িতে প্রথম লিফট তৈরি করা হয়েছে। মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে লিফটের উদ্বোধন করেন জলপাইগুড়ির সাংসদ ডাঃ জয়ন্তকুমার রায়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রেলের বিভিন্ন বিভাগের আধিকারিকরা। লিফট ছাড়াও এখানে গড়ে তোলা হচ্ছে শপিং সেন্টার। মূলত কলকাতা হাইকোর্টের সার্কিট বেঞ্চ‌কে কেন্দ্র করে আরও নানাভাবে সাজিয়ে তোলা হচ্ছে জলপাইগুড়ি রোড স্টেশন‌কে। বিভিন্ন উন্নয়নমূলক কাজ করা হচ্ছে এই স্টেশনে। ইতিমধ্যেই এই রুটে রেলওয়ে ট্র‍্যাকের আপগ্রেডেশনের কাজ শুরু হয়েছে। এনজেপি স্টেশনের পাশাপাশি জলপাইগুড়ি রোড, টাউন স্টেশন, মালবাজার ও হলদিবাড়ি স্টেশন সহ সাতটি স্টেশনে অমৃত ভারত প্রকল্পের মাধ্যমে পরিকাঠামো উন্নয়ন করা হচ্ছে। বিশেষ করে জলপাইগুড়ি রোড স্টেশনকে ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছে রেল কর্তৃপক্ষ।