রাজ্যের সাধারণ মানুষের কথা ভেবেই একাধিক ঘোষণা করেছে মমতা সরকার। হাসপাতালে ভর্তি হওয়ার কথা উঠলেই অধিকাংশ মানুষের মাথায় আগে একটাই চিন্তা আসে, খরচের। মধ্যবিত্তের স্বপ্ন পূরণ হতে চলেছে এবার রাজ্য সরকারের হাত ধরে।
নতুন ‘বাজেট হাসপাতাল’এ উন্নতমানের চিকিৎসা পরিষেবার সঙ্গে বেসরকারি হাসপাতালের স্বাচ্ছন্দ্যও পাওয়া যাবে এক ছাদের তলায়, তবে অনেকটাই কম খরচে। পিজি হাসপাতালের পোস্ট অফিস গেটের পাশেই তৈরি হচ্ছে দশ তলা নতুন হাসপাতাল। নির্মাণ কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে বর্তমানে।
পুজোর আগেই খুলে যাবে নতুন হাসপাতালের দরজা। প্রাথমিক ভাবে প্রথম চারটি তলায় পরিষেবা শুরু হবে। ২০২৩ সালের নভেম্বর মাসে এই প্রকল্পের কাজ শুরু হয়। জানা যাচ্ছে, প্রথম সারির বেসরকারি হাসপাতালের তুলনায় প্রায় ৭০-৮০ শতাংশ কম খরচ হতে পারে এই হাসপাতালে।