তৃতীয়বার রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে ক্ষমতায় আসার পর থেকেই একাধিক প্রকল্প ঘোষণা করেছে মমতা সরকার। রাজ্যের সাধারণ মানুষের কথা ভেবেই এই প্রকল্পগুলো ঘোষিত হয়েছে। যার মধ্যে অন্যতম মিড-ডে মিল। বিগত কিছু বছরে নানা অভিযোগে বহুবার সংবাদ শিরোনামে এসেছে মিড-ডে মিল।
এবার নয়া বিতর্ক। মিড-ডে মিলের বরাদ্দ নিয়ে এ বার ক্ষোভে ফুঁসছেন শিক্ষকরা। কেন বরাদ্দ বাড়ানো হচ্ছে না তা নিয়ে উঠছে অভিযোগ। তাদের দাবি, শেষ বার ২০২২ সালে মিড-ডে মিলের বরাদ্দ বাড়িয়েছিল কেন্দ্র। তারপর থেকে দু’বছর পেরিয়েছে। দাম বেড়েছে নিত্যপ্রয়োজনীয় সামগ্রির।
তবে বরাদ্দ সেই একই আছে। এক পয়সাও বরাদ্দ বাড়ায়নি কেন্দ্র। এই মূল্যবৃদ্ধির মাঝে বাচ্চাদের পাতে পুষ্টিকর খাবার দিতে গিয়ে রীতিমতো ঘাম ছুটছে শিক্ষকদের। বর্তমানে প্রাথমিকে মিড-ডে মিলের জন্য মাথাপিছু বরাদ্দ ৫.৪৫ টাকা এবং উচ্চ প্রাথমিকে তা ৮.১৭ টাকা।