সরকারের তরফে চালু হল নয়া বাস পরিষেবা

রেল যাত্রীদের কথা মাথায় রেখে বড় সুখবর রেল কতৃপক্ষের তরফে। রেল পরিষেবাকে ভারতের লাইফলাইন বলা হয়ে থাকে। তবে রেলের পর সবথেকে বেশি যাত্রী পরিবহনকারী মাধ্যম হিসেবে নিজের জায়গা দখল করে নিয়েছে বাস। শহরের মধ্যে হোক বা এক জেলা থেকে অন্য জেলা ভরসা রাখতে হয় বাসের উপর।

এই সব বাসযাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে এবার সরকারি তরফে একটি নতুন রুট চালু করা হল। হাবরা থেকে সোজা দুর্গাপুর আসানসোল বাস পরিষেবা চালু করল সরকার। WBTC’র এই বাসের রুট নম্বর E41।

হাবরা থেকে যে সকল যাত্রী বর্ধমান, দুর্গাপুর, রানিগঞ্জ, আসানসোল ইত্যাদি জায়গায় যান তাদের জন্য এই বাস পরিষেবা খুবই উপকারী হবে। পূর্বে এই রুটে সরকারি বাস চলাচলেও পরবর্তীকালে তা বন্ধ হয়ে যায়। এই রুটের বাসটি হাবরা থেকে প্রথম ছাড়বে ভোর ৪:৫৫ মিনিটে। অশোকনগর, কচুয়া মোড়, দত্তপুকুর, বারাসাত, এয়ারপোর্ট, ডানলপ, বালি, ডানকুনি, বর্ধমান, দুর্গাপুর সিটি সেন্টার, রানীগঞ্জ হয়ে আসানসোল পৌঁছাবে।