স্বস্তির বার্তা, চলতি সপ্তাহে শেষেই ভারী বর্ষার পূর্বাভাস

গত মাসের, এক নাগাড়ে চলতে থাকা নিম্নচাপের মরশুম কাটিয়ে রোদের মুখ দেখেছে দক্ষিণবঙ্গের মানুষ৷ তবে নিম্নচাপ কাটতেই প্রবল গরমে হাসফাঁস করছে দক্ষিণবঙ্গের মানুষ৷ মাঝেমধ্যে বৃষ্টি হলেও, কিছুতেই যেন গরমের হাত থেকে নিস্তার মিলছে না৷

এই অবস্থায় খানিক স্বস্তির বার্তা দিল হাওয়া অফিস৷ আগামী ৪৮ ঘণ্টায় বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরির সম্ভবনা রয়েছে৷ যার প্রভাবে বৃষ্টি হতে পারে দক্ষিণের জেলাগুলিতে।

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে ঘনীভূত হচ্ছে ঘূর্ণাবর্ত। আগামী ৪৮ ঘণ্টায় সেটি নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। নিম্নচাপ তৈরি হলে দক্ষিণবঙ্গে মিলতে পারে বৃষ্টির দাক্ষিণ্য।

আগামী শুক্রবার দুই মেদিনীপুরের পাশাপাশি দক্ষিণ ২৪ পরগনায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কয়েক দিন আগেও বঙ্গোপসাগরের উপর একটা নিম্নচাপ তৈরি হয়েছিল। যার প্রভাবে চলতি বর্ষায় বৃষ্টি হয়েছিল দক্ষিণের জেলাগুলিতে।

কিন্তু এর পর ফের কলকাতা-সহ দক্ষিণবঙ্গ থেকে মুখ ফেরায় বর্ষণ। গত দু’দিন বিক্ষিপ্ত বৃষ্টি হলেও ভ্যাপসা গরম কমেনি৷ শুক্রবার বৃষ্টি হলে খানিক স্বস্তি মিলবে৷