বোনাস নিয়ে শ্রমিক ভবনে চলছে বৈঠক

শিলিগুড়ি: ২০ শতাংশ বোনাসের দাবিতে গতকাল পাহাড় জুড়ে ১২ ঘন্টার বনধ পালিত হয় চা শ্রমিক সংগঠনের যৌথমঞ্চের তরফে।

পরদিনই বোনাস ইস্যুতে ত্রিপাক্ষিক বৈঠক বসে দাগাপুরের শ্রমিক ভবনে। বৈঠক পর্বকে কেন্দ্র করে এদিন দাগাপুর শ্রমিক ভবনে উপস্থিত হন বিভিন্ন চা বাগানের শ্রমিকেরা।

বোনাসের দাবিতে শ্রমিক ভবনের সামনেই বিক্ষোভে শামিল হন শ্রমিকেরা।