হিন্দু মুসলিম সহযোগে সীমান্তে অনুষ্ঠিত হচ্ছে মিলন মেলা

সতীর ৫১ পীঠের এক পীঠস্থান জলপাইগুড়ির সাতকুড়ার ত্রিস্রোতা মহাপীঠ। এখানকার প্রতিমা মাটির তল থেকে অনেকে চুরি করতে চেয়েছেন। সেই সময় বছরের পর বছর রাত জেগে পাহারা দিয়েছেন হিন্দু মুসলিম একত্রিত হয়ে। সেখানে বর্তমানে মন্দির নির্মাণ হয়েছে। সেই মন্দিরে মূর্তি রয়েছে। প্রথম থেকেই হিন্দু মুসলিম সহ সর্বস্তরের মানুষ সীমান্তে একত্রিত হয়ে মিলন মেলা শুরু করে।

 বাংলাদেশ সীমান্তের সাতকুরায় ত্রিস্রোতা মহাপীঠে হিন্দু মুসলিম সহ সর্বস্তরের মানুষের মিলন মেলা অনুষ্ঠিত হয়।আয়োজকদের দাবি চৈত্রমাসের অষ্টমী তিথিতে প্রতিবছর বাসন্তী পূজো উপলক্ষে মিলন মেলার আয়োজন করা হয় জলপাইগুড়ি সদর ব্লকের সাতকুরার ত্রিস্রোতা মহাপীঠে। কিন্তু এবার লোকসভা নির্বাচনের কারনে সেই মেলা পিছিয়ে যায়। ২১ শে এপ্রিল ৭ দিনের জন্য মেলা শুরু হয়েছে।

 ত্রিস্রোতা মহাপীঠ মন্দিরের সাধারণ সম্পাদক হরিশচন্দ্র রায় জানান ২০ তম বর্ষে এবার মেলা প্রদার্পণ করেছে। মেলা কমিটির সদস্য মহম্মদ জুলু মন্ডলের বক্তব্য, ‘ হিন্দু মুসলিম সহ সর্বস্তরের মানুষ মিলেমিশে মেলার আয়োজন করা হয়।’ এদিন মেলায় দেখা যাচ্ছে উত্তরবঙ্গের বিভিন্ন প্রান্তের মানুষের সমাগম হয়েছে। পাশাপাশি বাংলাদেশ সীমান্তবর্তী এলাকার কর্তব্যরত বিএসএফ জওয়ানরা মেলায় এসে ত্রিস্রোতা মায়ের পূজো অর্চনা করেন।