কর্মীদের ডিএ নিয়ে সামনে এলো বড় আপডেট

বিগত বেশ কিছু মাস ধরে একটানা রাজ্য জুড়ে ডিএ নিয়ে বিক্ষোভ চলছে, এই ইস্যুতে দায়ের হয়েছে মামলাও৷ যদিও বাংলা সরকার তাদের অনুকূলে এখনও পর্যন্ত কিছু ঘোষণা করেনি। এই পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ আপডেট সামনে এল। বর্তমানে বাংলার রাজ্য সরকারি কর্মীরা ১৪ শতাংশ হারে ডিএ পাচ্ছেন।

যা কেন্দ্রের থেকে অনেকটাই কম। কিছুদিন আগেই রাজ্য সরকারি কর্মীদের ষষ্ঠ বেতন কমিশনের রিপোর্ট নিয়ে একটি মামলা দায়ের হয়েছিল হাইকোর্টে। দুর্গাপুজোর পর অফিস খুলতেই সেই রিপোর্ট হাতে পেতে মরিয়া চেষ্টা শুরু করেছে ইউনিটি ফোরাম।

সূত্রের খবর, ষষ্ঠ বেতন মিশনের পূর্ণাঙ্গ রিপোর্ট পেতে সম্প্রতি রাজ্য তথ্য কমিশনার, রাজ্য অর্থ দফতরকে আইনি চিঠি দিয়েছে ইউনিটি ফোরাম। প্রসঙ্গত, রাজ্যে ২০১৯ সালে রোপা আইন চালু হয়েছিল। রাজ্য সরকারি কর্মচারীদের অভিযোগ, সরকারি মেমোতে ‘ষষ্ঠ বেতন কমিশনে’র উল্লেখ রয়েছে।