বড় নির্দেশ সুপ্রিম কোর্টের তরফে

যে কোনো নির্বাচনে ইভিএমের একটা বড় ভূমিকা থাকে। এটি ছাড়া ভোট পর্ব অসম্পূর্ণ। তবে অন্যদিকে ভোটে হারলেই ইভিএমের দিকে আঙুল! নির্বাচন মিটতেই ইভিএমে কারচুপির অভিযোগে প্রায়ই সরব হতে দেখা যায় বিরোধীদের। এমতাবস্থায় ইভিএমের বদলে ব্যালট পেপারে ভোট করানোর আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছিল।

এবার সেই মামলায় বড় মন্তব্য করল শীর্ষ আদালত। ব্যালটে ভোট করানোর আর্জি জানিয়ে শীর্ষ আদালতে জনস্বার্থ মামলা করেছিলেন ডা. কে পাল নামের একজন আইনজীবী। শীর্ষ আদালতের বিচারপতি পিবি বরাল এবং বিচারপতি বিক্রম নাথের বেঞ্চে এই মামলার শুনানি ছিল।

এদিন ব্যালটে ভোট করানোর আবেদন খারিজ করে দেয় আদালত। সুপ্রিম কোর্টে এই মামলার শুনানিতে মামলাকারী এলন মাস্কের একটি মন্তব্য তুলে ধরে বলেন, ইভিএমে কারচুপি সম্ভব। জগনমোহন রেড্ডি, চন্দ্রবাবু নাইডুর মতো এদেশের তাবড় রাজনীতিকরাও জানিয়েছে এমনটা করা সম্ভব।