বড় বদল হল বঙ্গের শিক্ষা ব্যবস্থায়

দীর্ঘ দিন ধরে চলতে থাকা নিয়মে বড় বদল করা হচ্ছে রাজ্য সরকারের তরফে। সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থায় চালু কার হল নয়া নিয়ম। বর্তমান সময় থেকে রাজ্যের সমস্ত স্কুলে, বাধ্যতামূলক হল বাংলা ভাষা।

সরকারের তরফের নয়া ঘোষণা অনুযায়ী সরকারি ও বেসরকারি, সমস্ত স্কুলেই প্রথম ভাষা ও দ্বিতীয় ভাষা হিসাবে বাংলা ও ইংরেজি নিতেই হবে। শিক্ষানীতিটি অনুমোদিত হয়েছে রাজ্য মন্ত্রীসভায়। স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, সব বেসরকারি স্কুলে বাংলা এবং ইংরেজি পড়তেই হবে। তৃতীয় ভাষা হিসেবে যে অঞ্চলে যে ভাষার প্রয়োগ বেশি, সেই অঞ্চলে সেই ভাষা পড়ান যাবে।

এবার সমস্ত ইংরেজি মিডিয়াম স্কুলগুলিতে বাংলাভাষা বাধ্যতামূলক। বেসরকারি স্কুলগুলিকে নিয়ন্ত্রণ করার জন্য বিশেষ কমিশন গঠন করল রাজ্য, স্বাস্থ্য কমিশনের ধাঁচে তৈরি হচ্ছে শিক্ষা কমিশন। অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে হবে এই কমিশন। নানাবিধ অভিযোগ এই কমিশনের আওতায় আসবে।