সামান্যর জন্য রক্ষা পেলো বড় দুর্ঘটনা

সম্প্রতি দেশে ঘটে গিয়েছে মর্মান্তিক দুর্ঘটনা। গত শুক্রবার ওড়িশার বালেশ্বরের কাছে চেন্নাইগামী করমণ্ডল এক্সপ্রেসে ভয়াবহ দুর্ঘটনার কবলে পরে। থরে থরে সাজানো রয়েছে মৃতদেহ। নিঃস্ব হয়ে গেছে অসংখ্য পরিবার। এরই মধ্যে বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল রাজধানী এক্সপ্রেস। তড়িঘড়ি ব্রেক কষে দুর্ঘটনা এড়াল এই এক্সপ্রেস ট্রেন।

দিল্লি-ভুবনেশ্বর রাজধানী এক্সপ্রেস (ট্রেন নং 22812) ঝাড়খণ্ডের সানথালডিহ রেলওয়ে ক্রসিংয়ের কাছে একটি বড় দুর্ঘটনার সম্মুখীন হয়। রেল গেট ও লাইনের মাঝে ছিল একটি ট্র্যাক্টর। আর ঠিক সেই সময়ই ওই লাইন ধরে পার হওয়ার কথা ছিল রাজধানী এক্সপ্রেসের।

এই ঘটনাটি ঘটে ভোজুডিহ রেলওয়ে স্টেশনের কাছে সাঁথলডিহ রেল ক্রসিংয়ে। জানা গিয়েছে, ওই ট্রাক্টরটি রেলওয়ে ট্র্যাক এবং গেটের মধ্যে আটকে ছিল। তখনই ভাগ্যক্রমে ট্রেনটি পেরোনার সময় ট্রাক্টরটিকে দেখে ব্রেক চেপে থামিয়ে দেয়। একটু হলেই ঘটে যেত ভয়াবহ দুর্ঘটনা। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু হয়েছে।