সামান্য স্বস্তি অর্থমন্ত্রীর নতুন ঘোষণায়

প্রতিনিয়ত বেড়ে চলছে বাজারের মূল্যবৃদ্ধি। এই বাড়তে থাকা মূল্যবৃদ্ধির জেরে দিশেহারা আম আদমি৷ নিত্য প্রয়োজনীয় প্রতিটি জিনিসের দর আকাশ ছোঁয়া৷ এই অবস্থায় সংসদে দাঁড়িয়ে অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের আশ্বাস, শ্মশানে বা কবরখানায় অন্তিম সংস্কারে কোনও জিএসটি নেই।

মূল্যবৃদ্ধি ও খাদ্যপণ্যে জিএসটির প্রতিবাদে গত দু’সপ্তাহ ধরে অচল ছিল সংসদের অধিবেশন৷ এদিকে, মূল্যবৃদ্ধি নিয়ে আলোচনা এড়াতে কেন্দ্রের যুক্তি ছিল, অর্থমন্ত্রী কোভিড আক্রান্ত। কিন্তু, তিনি সুস্থ হয়ে ফিরতেই মূল্যবৃদ্ধি নিয়ে আলোচনায় রাজি সরকার।

লোকসভার অধিবেশ শুরু হতেই বিরোধী দলের সাংসদেরা দুধ, লস্যি, মুড়ি, চাল, ডাল থেকে শ্মশানের চুল্লির উপর জিএসটি চাপানো নিয়ে মোদী সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানান। এর জবাবে নির্মলা বলেন, ‘‘শ্মশানে মরদেহ দাহ করা বা গোরস্থানে কবর দেওয়ার ক্ষেত্রে কোনও জিএসটি নেই। এই সব পরিষেবা সম্পূর্ণ জিএসটি মুক্ত। তবে শ্মশানের চুল্লি তৈরির কাজে নির্দিষ্ট হারে জিএসটি বসানো হয়েছে।’’

এদিন বিজেপি সাংসদ জয়ন্ত সিন্‌হা সংসদে বলেন, দেশে মূল্যবৃদ্ধি বলে কিছু নেই। আর এক বিজেপি সাংসদ নিশিকান্ত দুবের দাবি, কোভিড পরিস্থিতিতে দেশের গরিব মানুষদের জন্য অন্নের সংস্থান করা হয়েছে। এর জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশংসা প্রাপ্য৷