বাঙালির কাছে দুর্গাপূজা একটা আবেগ। রাজ্য বা দেশের গন্ডি ছাড়িয়ে ইউনেস্কোর স্বীকৃতি পেয়ে বর্তমানে গোটা বিশ্বের দরবারে সমাদৃত বাঙালির দুর্গোৎসব। বিগত কিছু বছর ধরে কলকাতায় পুজো কার্নিভাল হচ্ছে। উদ্যোগ নিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
প্রতিমা ভাসানের শেষ দিন নামকরা বেশ কয়েক দুর্গাপুজো কমিটির প্রতিমা কার্নিভালের মাধ্যমে নিরঞ্জনের জন্য যায়। কার্নিভালের জন্য প্রচুর মানুষ উৎসাহ দেখান, রেড রোডে ভিড়ও হয়। এবছরও তার প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে।
এবার রেড রোডে অতিথিদের জন্য যে মঞ্চ তৈরি হচ্ছে, তার উচ্চতা অন্যান্য বারের তুলনায় অনেকটাই কম। পাশাপাশি একটি দীর্ঘ স্লোপ বা ব়্যাম্পের ব্যবস্থা করা হচ্ছে। মুখ্যমন্ত্রীর পায়ের চোটের কারণেই এই ব্যবস্থা। এবারের পুজো কার্নিভ্যালে অংশ নিতে চলেছে ১০০টিরও বেশি পুজো। আর রেড রোডে কার্নিভ্যালের সাক্ষী থাকার জন্য মোট ১৮ হাজার আসনের ব্যবস্থা করা হয়েছে।