ফাউন্টেন পেন ডে পালন করলেন এক গ্রন্থাগার কর্মী

ফাউন্টেন পেন ডে পালন করলেন এক গ্রন্থাগার কর্মী।শুক্রবার ৪ঠা নভেম্বর আন্তর্জাতিক ফাউন্টেন পেন ডে।মালদা শহরের গ্রীন পার্ক এলাকার বাসিন্দা পেশায় গ্রন্থাগার কর্মী সুবীর কুমার সাহা,প্রায় ৩০ বছর ধরে সংগ্রহ করেছেন হাজারেরও বেশি ধরনের পেন। তার ঘর যেন একটি সংগ্রহশালা।খাগের কলম,পাখির পালকের কলম, নিপ পেন, সোনা, রুপো, তামা, পাথর, কাট, কাগজ, প্লাস্টিক সহ বিভিন্ন ধরনের জিনিস দিয়ে তৈরি পেনের সংগ্রহ করেছেন তিনি।

দেশ-বিদেশ সহ বিভিন্ন জায়গা থেকে পেন সংগ্রহ করেছেন তিনি।শুধু তাই নয় কোন কোন দেশের কি ধরনের পেন, কে আবিষ্কার করেছেন তাও লিপিবদ্ধ করা রয়েছে তার কাছে। সুবীর বাবু বলেন, প্রথমে মানুষ মনের ভাব প্রকাশ করার জন্য গুহার গায়ে পাথরের আঁচড় দিয়ে লিখতেন। এরপর খাগের কলম, পাখির পালকের কলম এরপর নিপ পেনের ব্যবহার শুরু হয়।বর্তমানে বিভিন্ন ধরনের বলপেন পাওয়া যায়।

ইতিহাস লেখা হয়েছে পেন দিয়ে। বর্তমানে ইন্টারনেট যুগে পেনের ব্যবহার প্রায় লুপ্ত।ঘরের মেঝেতে তার ৩০ বছরের পেনের সংগ্রহ প্রদর্শনী করে ফাউন্টেন পেন ডে পালন করেন তিনি।আগামী প্রজন্মের সামনে তুলে ধরতে তিনি বিভিন্ন ধরনের পেন সংগ্রহ করেছেন। দোয়াতের কালিতে পাখির পালক দিয়ে তৈরি পেন চুবিয়ে কাগজের উপর ফাউন্টেন পেন ডে লেখেন সুবীর কুমার সাহা।