তবে কি কোনো বড় হামলার ছক বানচাল হলো? বিপুল পরিমাণ মাদক সহ ভারতীয় জলসীমায় আটক পাক নৌকা। ওই নৌকার ১০ জন নাবিককেও গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে বেশ কিছু অস্ত্রশস্ত্রও।
ভারতীয় জলসীমায় পাকিস্তানি ওই নৌকার ঢুকে পড়ার খবর প্রথম পেয়েছিল গুজরাত পুলিশের সন্ত্রাসদমন শাখা (এটিএস)। সেই খবরের ভিত্তিতেই যৌথ ভাবে অভিযান শুরু করে এটিএস এবং ভারতীয় উপকূল রক্ষী বাহিনী। সমুদ্রবক্ষে আটকানো হয় আল সোহেলি নামে ওই নৌকাটিকে৷ বাজেয়াপ্ত করা হয় ৪০ কিলোগ্রাম মাদক। যার বাজারমূল্য আনুমানিক ৩০০ কোটি টাকা। ওই নৌকার মধ্যেই লুকোনো ছিল বিপুল পরিমাণ মাদক। এ ছাড়াও নৌকা থেকে উদ্ধার হয়েছে অস্ত্রশস্ত্র এবং কার্তুজ।
উপকূল রক্ষী বাহিনী সূত্রে খবর, ওই আটক করার পর নৌকাটিকে তদন্তের জন্য দ্বারকার সমুদ্র তীরবর্তী শহর ওখায় নিয়ে যাওয়া হয়েছে৷ ধৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে৷ গত বছর গুজরাতের কছ এলাকা থেকে এমনই একটি পাকিস্তানি নৌকা আটক করা হয়েছিল৷ সেখান থেকে উদ্ধার হয়েছিল প্রায় ৩ হাজার কিলোগ্রাম মাদক। যার বাজারমূল্য ছিল প্রায় ২১ হাজার কোটি টাকা।