এক বড় অঙ্কের সাশ্রয় হল রাজ্যের

চলতি বছর কয়েক কোটি টাকার সাশ্রয় করল রাজ্য। চলতি আর্থিক বছরে চিহ্নিত করে প্রায় ২ কোটি ভুয়ো রেশন কার্ড বাতিল করেছে রাজ্য। আর এতেই ব্যাপক অংকের টাকা সাশ্রয় হয়েছে। এ বছর অন্তত ৩৫০০ কোটি টাকা সাশ্রয় হয়েছে রাজ্যের।

রাজ্যে ভুয়ো রেশন কার্ড চিহ্নিত করার কাজ শুরু হয়েছিল বেশ কয়েক বছর আগেই। যে সময় শুরু হয়েছিল ডিজিটাল রেশন কার্ড সেই সময় রাজ্যে রেশন কার্ডের সংখ্যা ছিল ১০ কোটি ৭০ লক্ষ্য। তবে ভুয়ো রেশন কার্ড বাতিল হওয়ার পর বর্তমানে রেশন কার্ডের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ৮ কোটি ৭৮ লক্ষের মতো।

মৃত ব্যক্তির নামে রেশন তুলছিলেন অনেকেই, আবার এক ব্যক্তির নামে মিলেছে একগুচ্ছ রেশন কার্ড। উল্লেখ্য, একজন রেশনগ্রহীতা নিখরচায় প্রতি মাসে ৫ কিলোগ্রাম খাদ্য শস্যপান। প্রতিমাসে এক কিলোগ্রাম খাদ্য শস্যে সরকারের খরচ হয় কমবেশি ৩০ টাকা। সেই হিসেব অনুযায়ী প্রায় ২ কোটি কার্ড পিছু প্রতি মাসে রাজ্যের সাশ্রয় হল ৩০০ কোটি টাকা। অর্থাৎ বছরে প্রায় ৩৬০০ কোটি টাকা।