কলেজের প্রাচীর ঘেঁষে দাঁড়িয়ে শাবক সহ প্রায় ১৬ টি হাতির একটি দল। ঘটনায় চাঞ্চল্য এলাকায়। ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি জেলার বানারহাট ব্লকের অন্তর্গত মোরাঘাট এলাকায় কার্তিক ওরাও কলেজের পাশে। হাতির দলকে হাতের নাগালে পেয়ে মোবাইলের ক্যামেরা বন্দি করলো স্থানীয় বাসিন্দা ও পথ চলতি মানুষ থেকে পর্যটকেরা।
রেতির জঙ্গল থেকে মোরাঘাট জঙ্গলে ফেরার পথে শাবক সহ ১৬ টি হাতির একটি দল বানারহাট কার্তিক ওরাও হিন্দি কলেজের সামনে এসে দাঁড়িয়ে পড়ে। এরপর চা বাগান, রেললাইন ও জাতীয় সড়ক পার হয়ে ফের জঙ্গলের দিকে রওনা দেয়। এদিন এই দৃশ্য দেখে ১৭ নম্বর জাতীয় সড়কে কিছুটা ভিড় জমে যায়। সকালে স্থানীয় বাসিন্দারা প্রাতঃভ্রমণে বেরিয়ে যেমন হাতির ছবি মোবাইল বন্দি করে তেমনি জাতীয় সড়কে গাড়ি দাড় করিয়ে ফটো তুলতে ব্যস্ত হয়ে পড়েন অনেকে। কিছুটা সময়ের জন্য হাতিতে মজে স্থানীয় বাসিন্দা সহ পথ চলতি মানুষ। সেই সময় বনদপ্তরের কর্মীরা না থাকায় কিছুটা আতংক ছড়ায়। হাতির দল কিছুক্ষন্ পরে জঙ্গলমুখী হলে আতংক মুক্ত হয় বাসিন্দারা।
বিন্নাগুড়ি বন্যপ্রান শাখা সূত্রে জানানো হয়, কলেজের পাশ দিয়ে হাতির করিডর থাকায় সেই রাস্তা দিয়ে মাঝে মাঝেই হাতির দল রেতির জঙ্গল থেকে মোরাঘাট জঙ্গলের দিকে যায়। এদিন হাতির দল দাঁড়িয়ে পরে এই বিষয়ে কোন খবর আসেনি। তাই তাদের জানা নেই।