মাঝে অপেক্ষা আর কয়েকটা মাসের, তারপরেই আসন্ন রাজ্যে বিধানসভা নির্বাচন। চারদিকেই চলছে সাজ সাজ রব। তৎপর ভাবে কাজ করছে রাজনৈতিক দলগুলি। এই আবহে এবার দফায় দফায় উত্তপ্ত হয়ে উঠল জগদ্দল। দেদার বোমাবাজি, গুলি চালানোর অভিযোগ উঠেছে।
গুলিবিদ্ধ হয়ে সাগর দত্ত হাসপাতালে ভর্তি একজন ব্যক্তি। তাঁর অভিযোগ, ব্যারাকপুরে প্রাক্তন বিজেপি সাংসদ অর্জুন সিংই গুলি চালিয়েছেন। সেই নিয়ে ইতিমধ্যেই পদ্ম নেতাকে দু’টি নোটিশ পাঠিয়েছে পুলিশ। এই আবহে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হচ্ছেন তিনি।
জগদ্দলের মেঘনাদ জুটমিল এলাকা তেতে ওঠে। অর্জুন সিংয়ের বাড়ির সামনেও গুলি-বোমা ছোঁড়ার অভিযোগ ওঠে। ঘটনাস্থল থেকে দু’টি গুলির খোল উদ্ধার হয়েছে। গুলিবিদ্ধ এক ব্যক্তি হাসপাতালে ভর্তি। তিনি পদ্ম নেতার বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ এনেছেন।